Posts

Showing posts from February, 2018

ভালবাসা কারে কয়

‘ ভালবাসা ’ একটি মিলিত শব্দ ; ‘ ভাল ’ ও ‘ বাসা ’ এই শব্দ দুটির মিলনে এর সৃষ্টি । ‘ বাসা ’ বা ‘ বাস্ ’ ধাতুর একটি অর্থ ‘ সুগন্ধ ’ । কাউকে ভালবাসলে তার বুকে আতরের সুবাস হয় , তখন আলাদা সুগন্ধির প্রয়োজন হয় না । বর্তমানে ‘ ভালবাসা ’ শব্দটি ইংরেজি ‘ লাভ ’ ­ এর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হচ্ছে । কিন্তু দুশো বছর আগে বাংলা ভাষায় , ‘ লাভ ’, এই বিশিষ্ট অর্থে ‘ ভালবাসা ’ ব্যবহৃত হতো না , এমনটি জানিয়েছেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী শ্রীসুনীতিকুমার চট্টোপাধ্যায় । তখন এর অর্থ ছিল , ‘ ভাল বলে অনুভব করা , ভাল মনে করা ’ । ‘ ভাল - বাসা ’ শব্দের ‘ বাসা ’ বা ‘ বাস্ ’ ধাতু , ‘ বোধ করা ’ অর্থে প্রযুক্ত হতো । পুরাতন বাংলায় ‘ ভালবাসা ’ র পাশাপাশি ‘ মন্দ - বাসা ’, ‘ ভয় - বাসা ’, ‘ ঘৃণা - বাসা ’, ‘ লজ্জা - বাসা ’, ‘ দুঃখ - বাসা ’ প্রভৃতি শব্দ প্রচলিত ছিল । তখন সংস্কৃত শব্দ ‘ প্রীতি ’ র বাংলা সংস্করণ ‘ পিরীতি ’ ও ‘ পিরীত ’ শব্দ দুটি প্রেম - প্রনয় অর্থে বেশ জনপ্রিয় ছিল । এখন ‘ প্রেম বা প্রনয় বা ভালবাসা ’ অর্থে ভদ্র - সমাজে ‘ পিরীত ’ শব্দের ব্যবহার অশিষ্ট ব ’ লে বিবেচিত হয় । আজ ‘ পিরীত ’ শব্দটি আগের মর্যাদা হারি