Posts

Showing posts from July, 2016

বাউল ভাব — এক অন্তর্গত ঈশ্বরের আরাধনা

Image
আমরা যখন সৃষ্টিকর্তার উদ্দেশে কোন ও প্রার্থনা বা অর্ঘ্য নিবেদন করি, তখন মনের অজান্তেই আমাদের দৃষ্টি উপর দিকে চলে যায় । যেন, আমাদের মাথার উপরে যে আকাশ, সেখানেই তিনি থাকেন । কিন্তু পৃথিবীর সবদিকেই তো আকাশ, এবং ঘুর্ণায়মান পৃথিবী থেকে দেখা সেই আকাশের অবস্থান পরিবর্তিত যাচ্ছে প্রতি মুহুর্তে । এমন অবস্থায়, আকাশের কোন ও নির্দিষ্ট দিকে তাঁর অবস্থান নিরুপন করা কি সম্ভব? তাহলে কোন দিকে নিবেদন করব তাঁর প্রতি আমাদের ভক্তি-অর্ঘ্য, কোথায় জনাব আমাদের প্রার্থনা, কোথায়ই বা তাঁর নিবাস? সৃষ্টিকর্তা কোথায় থাকেন, সে সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে । সেই গল্পে আছে : সৃষ্টির প্রথম যুগে ঈশ্বর মানুষের বেশেই মানুষের সমাজে বাস করতেন , আর মানুষের ভক্তি-ভালবাসায় সিক্ত হয়ে দিন কাটাতেন । কিন্তু এক সময় কিছু সমস্যা দেখা দিল । সমস্যা দেখা দিল মানুষের বহুবিধ দাবি পূরণ করতে গিয়ে । দাবির যেন শেষ নেই ; এটা পাওয়া হল তো ওটা চাই , ওটা পাওয়া হল তো ঐটা চাই। প্রতিদিন অজস্র সহস্র প্রার্থনা । কিন্তু তাতেও সমস্যা ছিল না , কারণ তিনি তো সর্বশক্তিমান । সমস্যা দেখা দিল অন্যত্র । ধরুন, একজন কৃষক প্রার্থনা করল , ‘ হে

অলটেয়ার ও ভেগা: দুই নক্ষত্রের বিরহ-মিলন

Image
এমন কোনও জায়গায় যদি আপনার বাস করার সৌভাগ্য হয়ে থাকে যেখানে রাতের আকাশ আলো-দূষণহীন নির্ভেজাল অন্ধকার, তাহলে সম্ভবত লক্ষ্য করে থাকবেন, আকাশের কিছু অংশ জুড়ে অনুজ্বল তারার একটি বন্ধনী পড়ে আছে । এটিই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ — ব্রহ্মান্ডে আমাদের ঠিকানা । এই গ্যালাক্সি অন্তত ৪০০ বিলিয়ন তারকায় রেণুময় । পৃথিবী থেকে খালি চোখে এই তারাদের আলাদা করে শনাক্ত করা যায় না, তাই মনে হয় যেন আলোর নদী । বহুকাল আগে পূর্ব এশিয়ার মানুষ বিশ্বাস করত, রাতের আকাশে ঝুলে থাকা অস্পষ্ট তারার বন্ধনীটি আসলে স্বর্গের নদী । তাই অনেক ভাষায় এই গ্যালাক্সির নাম হয়েছে নদীর নামে । যেমন, চীনা ভাষায় এর নাম হয়েছে — রুপালি নদী, জাপানি ভাষায় — স্বর্গের নদী, ভারতীয় ভাষায় — আকাশগঙ্গা । রুপালি নদীর দুই কূলে রয়েছে দুটি উজ্জ্বল নক্ষত্র — ভেগা (অভিজিৎ) ও অলটেয়ার (শ্রবণা) । আকাশগঙ্গা / ভেগা / অলটেয়ার প্রায় আড়াই হাজার বছর আগেকার এক চীনা লোককাহিনি মোতাবেক নক্ষত্র ‘ভেগা’ হল এক বয়ন-কন্যার প্রতীক, আর নক্ষত্র ‘অলটেয়ার’ — এক রাখাল বালকের প্রতীক । বয়ন-কন্যার নাম জানু, সে বস্ত্র বুননের কাজ করত । আর রা