আলেকজান্ডার ও দিওগেনেস — জীবনের অন্তিম লক্ষ্য
প্রায় দুই হাজার বছর আগে গ্রিসদেশে দিওগেনেস নামে এক দার্শনিক ছিলেন । অদ্ভুত ছিল তাঁর আচরণ ; তিনি দিনের বেলায় আলো হাতে রাস্তায় ঘুরে বেড়াতেন , বলতেন , একজন সৎ মানুষ খুঁজছেন । জনগণ তাঁকে সাধু মনে করত । একই সময়ে সে – দেশে ছিলেন একজন প্রতিভাধর যোদ্ধা , যিনি ‘ মহান আলেকজান্ডার ’ নামে সারা বিশ্বে পরিচিত । তাঁর সাম্রাজ্যের বিস্তৃতি ছিল একদিকে বলকান থেকে হিমালয় , আরেক দিকে মিশর থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত । গ্রীষ্মের এক দুপুরে নদীর ধারে বৃক্ষের নিচে বিবস্ত্র হয়ে আরাম করছিলেন দিওগেনেস । হঠাৎ লক্ষ্য করলেন , কে যেন ঘোড়ায় চড়ে তাঁর দিকে আসছে । কিছুক্ষণ পরই বুঝতে পারলেন , লোকটি আর কেউ নয় — স্বয়ং ‘ আলেকজান্ডার দ্য গ্রেট ’ । আর তিনি এও বুঝলেন যে , আলেকজান্ডার আবার নতুন কোনও দেশ দখল করতে যাচ্ছে । কারণ প্রতিবারই নতুন কোনও দেশ আক্রমণ করতে যাওয়ার আগে আলেকজান্ডার আসেন দিওগেনেসের কাছে আশীর্বাদ নিতে । আলেকজান্ডার অসম্ভব শ্রদ্ধা করতেন দিওগেনেসকে । এমনটাও বলতেন যে , পরজন্মে সুযোগ পেলে আলেকজান্ডার নয় , দিওগেনেস হয়ে পৃথিবীতে ফিরে আসতে চান তিনি । কাছে এসে মাথা নত করে আলেকজান্ডার গুরুদেবকে অভ