Posts

অনুভব একটি ভাষার নাম

Image
পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছে প্রায় ২০০ হাজার বছর আগে । কিন্তু মানুষ স্পষ্টভাবে উচ্চারিত গ্রন্থিবদ্ধ ভাষায় কথা বলতে শুরু করেছে মাত্র ৪০ হাজার বছর আগে । গ্রন্থিবদ্ধ ভাষা সৃষ্টির আগে মানুষ মূলত যে - ভাষায় কথা বলত তার নাম ‘ অনুভব ’ । আজও এই ভাষায় মানুষ কথা বলে প্রকৃতির সঙ্গে , ঈশ্বরের সঙ্গে  —   প্রেমে ও প্রার্থনায় । ‘ অনুভব ’ কোনও উচ্চারিত ভাষা নয় , নির্বাক নীরবতাই এই ভাষার অবলম্বন । মানুষ মানুষের সঙ্গে মনের ভাব আদান - প্রদানের জন্য যে যোগাযোগ পন্থা অবলম্বন করে থাকে তা হতে পারে বুদ্ধিবৃত্তিক কিংবা হৃদয়বৃত্তিক । বুদ্ধিবৃত্তিক যোগাযোগকে বলা হয় ‘ কমিউনিকেশন ’ । এই যোগাযোগ হয় গ্রন্থিবদ্ধ ভাষায় , যেমন বাংলা , ইংরেজি , হিন্দি , ইত্যাদিতে । এই ভাষা সচেতন মনের ভাষা । সচেতন মন নিয়ন্ত্রিত হয় মস্তিস্ক দ্বারা । তাই বুদ্ধিবৃত্তিক যোগাযোগে বার্তা প্রেরিত হয় মস্তিস্ক থেকে মস্তিস্কে । হৃদয় দিয়ে হৃদি অনুভব হৃদয়বৃত্তিক যোগাযোগের নাম ‘ কমিউনিয়ন ’ । আর যে ভাষায় এই যোগাযোগ  সম্পন্ন  হয় তার নাম ‘ অনুভব ’ । অনুভব অবচেতন মনের ভাষা । অনুভব সচেতন মনের নিয়ন্ত্রণাধীন নয় । এই ভাষায়

শব্দ ও নৈঃশব্দ্যের খেলা

সংগীত — সে তো শব্দ ও নৈঃশব্দ্যের খেলা। তুমি রচ শব্দ , আমি রচি নৈঃশব্দ্য । তোমায় আমায় মিলে এমনি চিরকাল বহে সুরধারা। ✍ অসীম দে গুয়েল্ফ, অন্টারিও, কানাডা