অনুভব একটি ভাষার নাম
আদিতে ভাষা ছিল না
পৃথিবীর বুকে মানুষের আনাগোনা আজ থেকে প্রায় দুই
লক্ষ বছর আগে।
তবে যে ভাষায় আজ আমরা কথা বলি — শব্দে, বাক্যে, ব্যাকরণে —
তার আবির্ভাব তো মাত্র চল্লিশ হাজার বছরের
ইতিহাস।
তাহলে তার আগে মানুষ কী দিয়ে কথা বলত?
ভাষাহীন কি ছিল তার প্রেম? তার ব্যথা? তার প্রার্থনা?
না — তখনও মানুষ কথা বলত,
তবে সে ভাষা ছিল না উচ্চারিত, ছিল না লিখিত —
সে ছিল ‘অনুভব’।
একটি চাহনি, একটি আকুলতা, একটি দীর্ঘ নিঃশ্বাস —
সেই ছিল তার শব্দ, তার বাক্য, তার নিঃশব্দ ব্যাকরণ।
অনুভব: শব্দহীন এক ভাষা
আজও মানুষ কথা বলে এই ভাষায় —
প্রকৃতির সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, প্রেমিকের চোখে, সন্তানের অশ্রুজলে।
যেখানে শব্দ নেই, সেখানে অনুভব বলে,
যেখানে বাক্য নেই, সেখানে হৃদয় বোঝে।
এই ভাষা উচ্চারিত নয়, রচিত নয়,
তবু তার অভিঘাত — প্রবল, প্রতিধ্বনিময়।
এ ভাষায় হৃদয় কথা বলে হৃদয়ের সঙ্গে,
আত্মা সংলাপ করে পরমাত্মার সঙ্গে।
দুই পথ: কমিউনিকেশন ও কমিউনিয়ন
অনুভব: আত্মার নীরব অনুরণন
উপসংহার: অনুভবই চূড়ান্ত ভাষা