শব্দ ও নৈঃশব্দ্যের খেলা
সংগীত — সে তো শব্দ ও নৈঃশব্দ্যের খেলা।
তুমি রচ শব্দ, আমি রচি নৈঃশব্দ্য।
তোমায় আমায় মিলে
এমনি চিরকাল
বহে সুরধারা।
✍অসীম দে
গুয়েল্ফ, অন্টারিও, কানাডা
সংগীত — সে তো শব্দ ও নৈঃশব্দ্যের খেলা।
তুমি রচ শব্দ, আমি রচি নৈঃশব্দ্য।
তোমায় আমায় মিলে
এমনি চিরকাল