অসহায় কেন মানবশিশু
মানবশিশু ভূমিষ্ঠ হয় শারীরিক ও মানসিকভাবে দুর্বল অপরিণত অসহায় এক দেহ নিয়ে । অন্যদিকে , নিম্নশ্রেনির জন্তুরা ভূমিষ্ঠকাল থেকেই হয় মানবশিশু অপেক্ষা অধিকতর পরিণত । বিজ্ঞানীরা মনে করেন , মানবশিশুর বৃহৎ মস্তকই এর কারণ । দ্য প্রপোরশনস অব দ্য হেড/লেওনার্দো দা ভিঞ্চি একটু পিছন ফিরে মানুষের বিবর্তনের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে , মানুষের মাথার আকার চিরদিন আজকের মত বৃহৎ ছিল না । বিবর্তনের ধারায় সে-দিনের বনমানুষ যতই আজকের মানুষ হওয়ার দিকে এগিয়েছে — ততই বেড়েছে তার মগজের পরিমান — আর তার সঙ্গে বড় হয়েছে মাথার খুলিটাও । মানুষের নিকটতম আত্মীয় শিম্পাঞ্জির কথাই ধরা যাক । বর্তমানে একটি শিম্পাঞ্জির মগজের গড় ওজন হল ৩৮৪ গ্রাম । আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের মগজের গড় ওজন হল ১ , ৩৫২ গ্রাম , যা শিম্পাঞ্জির মগজের তুলনায় প্রায় তিনগুন বেশি । ধারণা করা হয় , ৮০০ হাজার থেকে ২০০ হাজার বছর আগে মানুষের মগজের পরিমান দ্রুত বেড়ে যায় , আর সেই সঙ্গে বড় হয় মগজ রাখার পাত্রটি অর্থাৎ মাথার খুলি বা করোটি । মগজের পরিমান বেড়ে যাওয়ায় মানুষের মস্তিস্ক আরও অনেক বেশী তথ্য প্রসেস করতে সক্ষম হল । মানুষ বিমূর্ত চিন্ত