অন্তর মম বিকশিত করো
ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ গাছের ছবি আঁকতে ভালবাসতেন । তিনি গাছ আঁকতেন এত উঁচু করে যে , গাছ আকাশের নক্ষত্রদের ছাড়িয়ে যেত । তাঁর ‘দ্য স্টারি নাইট ’ — এমনই একটি বিখ্যাত চিত্রকর্ম। তবে সমালোচকরা বলতেন — যতসব ফালতু কল্পনা , গাছ কি কখনও অত উঁচু হতে পারে! ভ্যান গগ হাসতেন , বলতেন — আমি জানি , আর আমি এও জানি যে , ‘ The trees are the longings of the earth to transcend the stars. I am painting the longing, not the trees ’ । ভ্যান গগ আসলে গাছ আঁকতেন না , আঁকতেন ‘লংগিং’ বা ‘আকাঙ্ক্ষা’ — আকাশের নক্ষত্রদের অতিক্রম করে মহাকাশের ঐশী সত্তার সঙ্গে একাত্ম হয়ে উন্নত চেতনায় সমৃদ্ধ নতুন মানুষ হওয়ার আকাঙ্ক্ষা। ‘দ্য স্টারি নাইট ’/ ভ্যান গগ পৃথিবীতে মানুষ সর্বাধিক বিবর্তিত প্রাণী । সেই হিসাবে মানুষ হতে পারত আরও একটু দয়ালু, সহিষ্ণু, অহিংস — আরও একটু মানবিক । তবে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি । মানুষ আজও পারে তার চেতনার বিবর্তন ঘটাতে । দেহের বিবর্তন থেমে গেলেও অন্তরচেতনার বিবর্তন আজও সম্ভব । কারণ মানুষের রয়েছে স্মৃতি ও কল্পনাশক্তি । চেতনার বিবর্তন জিন বা বংশাণুর উপর নির্ভর করে না