অন্তর মম বিকশিত করো

ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ গাছের ছবি আঁকতে ভালবাসতেন তিনি গাছ আঁকতেন এত উঁচু করে যে, গাছ আকাশের নক্ষত্রদের ছাড়িয়ে যেততাঁর ‘দ্য স্টারি নাইটএমনই একটি বিখ্যাত চিত্রকর্ম। তবে সমালোচকরা বলতেন যতসব ফালতু কল্পনা, গাছ কি কখনও অত উঁচু হতে পারে! ভ্যান গগ হাসতেন, বলতেন আমি জানি, আর আমি এও জানি যে, The trees are the longings of the earth to transcend the stars. I am painting the longing, not the treesভ্যান গগ আসলে গাছ আঁকতেন না, আঁকতেন ‘লংগিং’ বা ‘আকাঙ্ক্ষা’ — আকাশের নক্ষত্রদের অতিক্রম করে মহাকাশের ঐশী সত্তার সঙ্গে একাত্ম হয়ে উন্নত চেতনায় সমৃদ্ধ নতুন মানুষ হওয়ার আকাঙ্ক্ষা।

the starry night by van gogh
‘দ্য স্টারি নাইট’/ভ্যান গগ

পৃথিবীতে মানুষ সর্বাধিক বিবর্তিত প্রাণী সেই হিসাবে মানুষ হতে পারত আরও  একটু দয়ালু, সহিষ্ণু, অহিংস — আরও একটু মানবিক তবে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়নি মানুষ আজও পারে তার চেতনার বিবর্তন ঘটাতে দেহের বিবর্তন থেমে গেলেও অন্তরচেতনার বিবর্তন আজও সম্ভব কারণ মানুষের রয়েছে স্মৃতি ও কল্পনাশক্তি

চেতনার বিবর্তন জিন বা বংশাণুর উপর নির্ভর করে না, নির্ভর করে ব্যক্তির ইচ্ছা বা আকাঙ্খার উপর মানুষের স্বাধীন আকাঙ্ক্ষা তার চেতনাকে আকাশছোঁয়া উচ্চতায় নিয়ে যেতে পারে অথবা পথের ধূলায় নামিয়ে আনতে পারে সবই নির্ভর করে ব্যক্তির ইচ্ছা ও পছন্দের উপর

চেতনা বিকাশের একটি পথ হতে পারে, আপন অন্তরসত্তার মধ্যে মহাজগতের পরমসত্তার ঐশী স্বরূপকে ধারণ করার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা পরিতুষ্ট হলে মানুষ জানবে, পরমসত্তার মধ্যে সে আছে এবং তার মধ্যে পরমসত্তা রয়েছে তখন অন্যের দিকে তাকিয়ে দেখতে পাবে সেও পরমসত্তার মধ্যে রয়েছে এবং পরমসত্তা তার মধ্যে রয়েছেতখন পরস্পরের প্রতি ক্ষমা, প্রীতি, সহিষ্ণুতা মানুষের জন্য সহজ হবে এই সত্যের নাম আত্মতত্ত্ব বা আত্মদর্শন। এই সত্যকে নিজের অন্তরে যথার্থ উপলব্ধি করার পথে বিকশিত হতে পারে মানুষের অন্তরচেতনা।

বাংলার মরমী কবি লালন সাঁই বলেছেন আত্মতত্ত্ব যেই জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছেকিন্তু এখনকার মানুষের চেতনায় মনস্তত্ত্বই প্রধান, আত্মতত্ত্বের চর্চা প্রায় অনুপস্থিত। আত্মতত্ত্ব অনুধাবন ও অনুশীলনের মাধ্যমে আজকের মনস্তত্ত্বিক মানুষ থেকে উদ্ভূত হতে পারে বিকশিত চেতনাসম্পন্ন দিব্যজ্ঞানী নতুন আধ্যাত্মিক মানুষ।

অন্তরচেতনা বিকাশের সেই আকাঙ্ক্ষা ভ্যান গগ ব্যক্ত করেছেন আকাশস্পর্শী গাছ এঁকে, আর রবীন্দ্রনাথ ব্যক্ত করেছেন তাঁর প্রার্থনায় ‘অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে’

‘অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে’ রবীন্দ্রনাথের এই পংক্তিটি হতে পারে এযুগের মানুষের চেতনা বিকাশের মহামন্ত্র 

অসীম দে
গুয়েল্ফ, অন্টারিও, কানাডা 

Popular posts from this blog

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

সীমার মাঝে অসীমের প্রকাশ — সৃষ্টিতত্ত্বের মূলভাব

অমাবস্যা ও পূর্ণিমা — চন্দ্রসূর্যের মিলন ও বিরহ তিথি

তেল মাহাত্ম্য

ঈশ্বর, প্রকৃতি ও রবীন্দ্রনাথ

রাসলীলা মাহাত্ম্য

আঁধারের রূপ ও বিপন্ন অন্ধকার

আধ্যাত্মিকতা — পাশ্চাত্য ভাবধারার আলোকে

সূর্য উপাসনা

হৃদয়-দর্পনে দেখা