আকাশ–ভাঙা বান — একটি জাদুবাস্তব অভিজ্ঞতা
বহুদূরের নীল আকাশ সহস্র
প্রয়াসে নদী হয়ে নেমে এল পৃথিবীতে। প্লাবিত
হল পথপ্রান্তর, দেশদেশান্তর। আকাশ-নীল
জলের উচ্ছ্বাসে আচ্ছন্ন হল ধরাতল। শিল্পীর
কল্পনায় সৃষ্টি হল এক মনোমোহন জাদুবাস্তব দৃশ্য — আকাশ-ভাঙা
বান। এমনই
এক দৃশ্যের ছবি এঁকেছেন কানাডা’র চিত্রশিল্পী রবার্ট
গঞ্জালভেস। সাধারণ
কোনও দৃশ্যে রং-তুলি-কল্পনার জাদুপরশ লাগিয়ে অসাধারণ জাদুবাস্তবতা সৃষ্টিতে তিনি
পারদর্শী। মানুষ চিরকাল অসম্ভবকে
বিশ্বাস করতে চেয়েছে, আর চেয়েছে নিজেকে উন্মুক্ত রাখতে সকল সম্ভাবনায়। মানব
মনের সেই আকাংখা ব্যক্ত হয়েছে এই চিত্রটিতে।
জাদুবাস্তবতা মানে জাদুর
মাধ্যমে এক টুকরো পাথরকে ফুলে রূপান্তরিত করা নয়, বা একটি সাধারণ ঘটনাকে অলৌকিক
ঘটনায় পরিনত করা নয়। জাদুবাস্তবতা হল স্বপ্ন ও বাস্তবের ফিউশন, বাস্তবতা ও
ফ্যান্টাসি’র সংমিশ্রণ।
যখন কোনও সাধারণ ঘটনায়
মিশ্রিত হয় ঐন্দ্রজালিক উপাদান, তখন সৃষ্টি হয় জাদুবাস্তবতা। যেমন করে সৃষ্টি হয়েছে ‘আকাশ-ভাঙা বান’ শিল্পীর তুলির
আঁচড়ে। যেমন করে সৃষ্টি হয় প্রেম মানুষের জীবনে। প্রেমে
থাকে জাদু, যা মানুষের দৈনন্দিন জীবনে আনে ঐন্দ্রজালিক আবহ। প্রেম
মানুষের এক জাদুবাস্তব অভিজ্ঞতা। ▣
✍অসীম দে
গুয়েল্ফ, অন্টারিও, কানাডা