ব্লক ইউনিভার্স — এক ক্রিয়াকালহীন মহাবিশ্বের নাম
কবি বলেছেন — ‘ কালস্রোতে ভেসে যায় জীবন । ’ কাল বা সময় যেন এক নদী যার স্রোত নিরন্তর বয়ে চলে ভবিষ্যৎ থেকে বর্তমান হয়ে অতীতের দিকে । সময়ের এই গতিময়তা আমাদের কাছে খুব স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য মনে হলেও অধিকাংশ পদার্থবিজ্ঞানী তেমনটা মনে করেন না । সময় গতিশীল — এই ধারণায় একটি যৌক্তিক সমস্যা আছে । প্রশ্ন হচ্ছে , তাহলে সময়ের গতিবেগ কত ? সময় যদি গতিশীল হয় , তবে তা নিশ্চয়ই অন্য কোনও ‘ টাইম রেফারেন্স ’ বা ‘ প্রসঙ্গ সময় ’- এর সাপেক্ষে । নদী যেমন গতিশীল দুই তীরের সাপেক্ষে । কিন্তু সময় - নদীর তো কোনও তীর নেই । তবে কি সময় নিজের সাপেক্ষে প্রবাহিত হচ্ছে ? সেক্ষেত্রে সময়ের গতিবেগ দাঁড়াবে — সেকেন্ড / সেকেন্ড , অর্থাৎ সময় প্রতি সেকেন্ডে এক সেকেন্ড পথ অতিক্রম করছে । এ কথার কোনও অর্থ হয় না । সময়ের গতিবেগ নির্ণয় করতে হলে চাই এক্সটার্নাল বা বহিঃস্থ কোনও ‘ টাইম রেফারেন্স ’ । কিন্তু আমাদের মহাবিশ্বের বাইরে এমন কোনও ঘড়ি নেই যার সাপেক্ষে সময়ের গতিময়তা নির্ণয় করা যায় । অতএব , সময়ের গতিময়তা যৌক্তিকভাবেই অসম্ভব । সময় নদীর জলের মতো প্রবাহিত হয় না । কোনও বস্তুকে গতিশীল বলা হয় যখন সময়ের পরিবর্তনের সঙ্গে প