অমৃতের সন্তান

প্রাচীন ধর্মগ্রন্থ উপনিষদে মানুষকে অমৃতের সন্তানবলা হয়েছে মনে করা হয়েছে মানুষ ঈশ্বরের সন্তান; ঈশ্বরের অবয়ব ও গুণাবলী মানুষ পেয়েছে তবে ঈশ্বরের অবয়ব কেমন, সে বিষয়ে চাক্ষুষ অভিজ্ঞতা না থাকলেও মানুষ তাঁর ছবি এঁকেছে যুগে যুগে দেশে দেশে

প্রাচীন গ্রীক ও ভারতীয় পুরাণের ঈশ্বর-ঈশ্বরী, দেবদেবীরা দেখতে ঠিক মানুষের মতো এমনকি নিরাকার ঈশ্বরকেও দেখা যায় মানুষের মতো কথা বলছেন, সিংহাসনে বসে বিচারকার্য সম্পন্ন করছেন, ঠিক মানুষের মতো

লালন ফকির বলেছেন তাঁর ঈশ্বর আরশিনগরে বসত করে, যাকে পৃথক সত্তা হিসেবে একদিনও দেখতে পাননি আরশির পটে যাঁকে দেখতে পান সে যে তাঁর নিজেরই প্রতিচ্ছবি, তাঁরই মতো দেখতে বাইবেলে আছে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন তাঁর নিজের অবয়বে অন্য দিকে, জার্মান দার্শনিক ও নৃতত্ববিদ লুদভিক ফুয়েরবাক তাঁর এসেন্স অফ ক্রিশ্চিয়ানিটিগ্রন্থে লিখেছেন ঈশ্বর নন, মানুষ সৃষ্টি করেছে ঈশ্বর তার নিজের অবয়বে

অর্থাৎ, একদিকে বলা হয়েছে ঈশ্বর নিজের অবয়বে সৃষ্টি করেছেন মানুষ অন্যদিকে বলা হয়েছে ঈশ্বর নন, মানুষই সৃষ্টি করেছে ঈশ্বর নিজের অবয়বে বক্তব্য দু'টি পরস্পরবিরোধী হলেও একটি বিষয়ে একমত যে, ঈশ্বর ও মানুষ দেখতে একই রকম

প্রশ্ন হল, সত্যি যদি ঈশ্বর সৃষ্টি করে থাকেন মানুষ, তাহলে তিনি কি তাঁর প্রিয় সৃষ্টি মানুষকে শুধু তাঁর দৈহিক অবয়বই দিয়েছেন, আর কিছু নয়? শুধু অবয়ব-আকৃতি দিয়ে কি আর সৃষ্টির সেরা জীবসৃষ্টি করা সম্ভব? নিশ্চয় নয় তাই তো তিনি মানুষের দেহে প্রাণের প্রদীপ জ্বেলেছেন নিজেরই আত্মার স্ফুলিঙ্গ দিয়ে আর মানুষের চেতনায় দিয়েছেন ঐশ্বরিক গুণাবলী; যেমন প্রতিভা, সৃজনশীলতা, প্রেম, দয়া, মায়া, করুণা, ক্ষমা, ইত্যাদি, যা অন্য কোনও জীবকে তিনি দেননি আর এসব কারণেই মানুষ হয়েছে অমৃতের সন্তান; সৃষ্টির সেরা জীব

ঐশ্বরিক গুনাবলীর আরেক নাম ঈশ্বরত্ব ঈশ্বরত্ব যখন মানুষের মধ্যে প্রকাশ পায় তখন তাকে বলা হয় মনুষ্যত্ব কিন্তু ঐশ্বরিক গুণাবলী মানুষের চেতনায় থাকে সুপ্ত ও অস্ফুট অবস্থায় জাগরণ ও বিকাশের অপেক্ষায় চেতনা বিকাশের মাধ্যমে অন্তরস্থ সুপ্ত ঈশ্বরত্ব প্রস্ফুটিত করার এই সাধনা থেকেই উন্মেষিত হতে পারে মানবজাতির নতুন ধর্ম। 

অসীম দে
গুয়েল্ফ, অন্টারিও, কানাডা 

Popular posts from this blog

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

সীমার মাঝে অসীমের প্রকাশ — সৃষ্টিতত্ত্বের মূলভাব

অমাবস্যা ও পূর্ণিমা — চন্দ্রসূর্যের মিলন ও বিরহ তিথি

তেল মাহাত্ম্য

ঈশ্বর, প্রকৃতি ও রবীন্দ্রনাথ

রাসলীলা মাহাত্ম্য

আঁধারের রূপ ও বিপন্ন অন্ধকার

আধ্যাত্মিকতা — পাশ্চাত্য ভাবধারার আলোকে

সূর্য উপাসনা

হৃদয়-দর্পনে দেখা