রাজনৈতিক আকাঙক্ষার বিশ্লেষণ

মানুষ অন্যান্য প্রাণীর তুলনায় একটি অনন্য বৈশিষ্ট্য ধারণ করে — তা হল সীমাহীন আকাঙ্ক্ষা, যা কখনও সম্পূর্ণভাবে পূরণ হয় না। এই আকাঙ্ক্ষাই মানুষকে সারা জীবন অস্থির রাখে এবং এগিয়ে যেতে প্রেরণা যোগায়

মানুষের আকাঙ্ক্ষার ধরন নানাবিধ, তবে সব আকাঙ্ক্ষাই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। বিশিষ্ট ইংরেজ চিন্তাবিদ, দার্শনিক ও প্রবন্ধকার বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালের নোবেল বক্তৃতায় চারটি আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন, যেগুলো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই আকাঙ্ক্ষাগুলো হল — অর্জনলিপ্সা, প্রতিদ্বন্দ্বিতা, অহমিকা এবং ক্ষমতাপ্রীতি

chess

অর্জনলিপ্সা: অর্জনলিপ্সা হল সম্পদ ও ক্ষমতা অর্জনের ইচ্ছা। এটি মৌলিক চাহিদা পূরণ থেকে শুরু হয়ে ক্রমাগত বৃদ্ধি পায়। একটি অর্জন হলে আরেকটি চাই — এভাবেই মানুষের আকাঙ্ক্ষা বেড়ে চলে। তবে অর্জনের এই আকাঙ্ক্ষা কখনও সম্পূর্ণ তৃপ্ত হয় না, বরং নতুন নতুন লক্ষ্য তৈরি করে

প্রতিদ্বন্দ্বিতা: প্রতিদ্বন্দ্বিতার আকাঙ্ক্ষা অনেক সময় অর্জনলিপ্সার চেয়েও ক্ষতিকারক হতে পারে। বিশ্বের ইতিহাস সাক্ষ্য দেয় যে, প্রতিদ্বন্দ্বিতার কারণে সাম্রাজ্যের পতন ঘটেছে, ধর্মযুদ্ধ সংঘটিত হয়েছে, রাষ্ট্রের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে এবং ব্যক্তিগত সম্পর্ক ভেঙে গেছে। অনেকেই নিজের ক্ষতি করতেও প্রস্তুত থাকেন, যদি প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করা যায়

অহমিকা: অহমিকা বা আত্মগরিমা এমন একটি শক্তিশালী তাড়না, যা মানুষকে বিশেষভাবে পরিচিত হতে এবং অন্যদের মনোযোগ আকর্ষণ করতে উৎসাহিত করে। শিশুদের আচরণেও এই প্রবণতা দেখা যায় — তারা বারবার বলে, ‘আমার দিকে তাকাও।’ এই আকাঙ্ক্ষা পরিণত বয়সেও রয়ে যায় এবং মানুষ বিভিন্নভাবে খ্যাতি অর্জনের চেষ্টা করে। অহমিকা অনেক সময় মানুষকে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত করে এবং সংঘাতের জন্ম দেয়

ক্ষমতাপ্রীতি: ক্ষমতাপ্রীতি সবচেয়ে শক্তিশালী আকাঙ্ক্ষা। এটি অহমিকার সঙ্গে সম্পর্কিত হলেও আলাদা। যশ, গৌরব, প্রশংসা ইত্যাদি পাওয়া ক্ষমতা ছাড়াও সম্ভব, তবে ক্ষমতাপ্রিয় ব্যক্তিরা কেবল খ্যাতি নয়, নিয়ন্ত্রণও চান। তাই তাঁরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতে চান। ক্ষমতাপ্রীতির আকাঙ্ক্ষা অনেক সময় সীমাহীন হয়ে ওঠে এবং তা অর্জনে মানুষ কঠোর পথ অবলম্বন করে

এই চারটি আকাঙ্ক্ষা পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং রাজনৈতিক সিদ্ধান্ত ও কর্মকাণ্ডকে গভীরভাবে প্রভাবিত করে। রাজনীতিবিদদের মানস গঠনে এদের ভূমিকা সুস্পষ্ট, যা রাজনৈতিক দলগুলোর কার্যক্রমেও প্রতিফলিত হয়। প্রতিটি রাজনৈতিক মতাদর্শ ও নীতি এই আকাঙ্ক্ষাগুলোর দ্বারা কোনও না কোনওভাবে প্রভাবিত হয়। অনেক সময় রাজনীতিবিদদের মূল উদ্দেশ্য ক্ষমতার আকাঙ্ক্ষার মাধ্যমে রাষ্ট্র বা সমাজের গতিপথ নির্ধারণ করা, যা তাদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অধিকাংশ রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মূলে এই আকাঙ্ক্ষাগুলোর পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া কাজ করে, যা ইতিহাসের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 

Popular posts from this blog

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

সীমার মাঝে অসীমের প্রকাশ — সৃষ্টিতত্ত্বের মূলভাব

অমাবস্যা ও পূর্ণিমা — চন্দ্রসূর্যের মিলন ও বিরহ তিথি

তেলের সামাজিক মাহাত্ম্য

ঈশ্বর, প্রকৃতি ও রবীন্দ্রনাথ

রাসলীলা মাহাত্ম্য

আঁধারের রূপ ও বিপন্নতা

আধ্যাত্মিকতা — পাশ্চাত্য ভাবধারার আলোকে

হৃদয়-দর্পনে দেখা

সূর্য উপাসনা