জিশু খ্রিস্টের আত্মবলিদান

গুড ফ্রাইডে’ বা ‘পবিত্র শুক্রবার’ হল সেই দিন, যখন জিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ৩৩ খ্রিস্টাব্দে, সম্ভবত ৩ এপ্রিল, শুক্রবার এই ঘটনা ঘটে

এর আগের দিন, বৃহস্পতিবার ছিল ইহুদিদের বার্ষিক ‘পাসওভার’ বা ‘নিস্তার-পার্বণ’, যা পাপ থেকে মুক্তির প্রতীক হিসেবে পালিত হত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আদমের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে নিস্পাপ প্রাণের বলি দেওয়া আবশ্যক ছিল

এই উপলক্ষে, জিশু তাঁর বারোজন শিষ্যের সঙ্গে এক শেষ নৈশভোজে মিলিত হন, যা আজদ্য লাস্ট সাপার’ নামে পরিচিত। সেখানে রুটি ও মদ ভোজনের অংশ ছিল। তিনি শিষ্যদের রুটি দিয়ে বললেন, ‘এটি আমার দেহ, তোমরা গ্রহণ করো। এরপর মদের পেয়ালা দিয়ে বললেন, ‘এটি আমার রক্ত, যা তোমাদের জন্য প্রবাহিত হবে। এর মাধ্যমে তিনি তাঁর আসন্ন আত্মবলিদানের প্রতীকী ব্যাখ্যা দেন

প্রাচীন ইজরায়েলে ঈশ্বরের সন্তুষ্টির জন্য নরবলি প্রচলিত ছিল, এমনকী নিজ সন্তান বলি দেওয়ার ঘটনাও ঘটেছে। অব্রাহাম যখন ঈশ্বরের আদেশে তাঁর পুত্র ইসহাককে বলি দিতে প্রস্তুত হন, তখন ঈশ্বর নরবলির পরিবর্তে পশুবলির নির্দেশ দেন। পরে পাপমোচনের জন্য পশুবলি প্রথা প্রচলিত হয়, যা জিহোবা-মন্দিরে নিয়মিতভাবে পালিত হতো। এই রক্তপাত বন্ধ করতেই জিশু নিজেকে মানুষের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে উৎসর্গ করেন এবং ক্রুশবিদ্ধ হন

The sacrament of the last supper/Salvador Dali
স্যাক্রামেন্ট অফ দ্য লাস্ট সাপার/দালি

সালভাদর দালির চিত্রকর্মস্যাক্রামেন্ট অফ দ্য লাস্ট সাপার’-এ দেখা যায়, জিশু বাঁ-হাত বুকে রেখে ডান হাতের তর্জনী দিয়ে উপরের দিকে নির্দেশ করছেন — যেন তিনি জানতেন, পরদিন তাঁকে ক্রুশবিদ্ধ হতে হবে

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আদমের পাপ কেবল তাঁর একার ছিল না, বরং তা তাঁর সমস্ত বংশধরদের উপর বর্তায়। ফলে নিস্পাপ প্রাণের বলি ব্যতীত মুক্তির কোনও পথ ছিল না। কিন্তু নিস্পাপ, নির্দোষ মানুষ কোথায়? এই প্রশ্নের উত্তরেই ঈশ্বরের মহাপরিকল্পনা প্রকাশিত হয় — তিনি পাপমুক্তির জন্য তাঁর পুত্র জিশুকে প্রেরণ করেন। যেহেতু জিশু ঈশ্বরপুত্র, তাই তিনি নিস্কলুষ ও পবিত্র। তাঁর আত্মবলিদানের মাধ্যমেই মানুষের আদি পাপের ঋণ শোধ হয় এবং ঈশ্বর ও মানুষের পুনর্মিলনের পথ উন্মুক্ত হয়

জিশুর আত্মবলিদানকে বলা হয়ভিকারিয়াস স্যাক্রিফাইস’, অর্থাৎ অন্যের হয়ে নিজেকে বলি দেওয়া। যদিও এই আত্মত্যাগ আদমের বংশধরদের আদি পাপ থেকে মুক্তি দেয়, তবে ব্যক্তিগত পাপমুক্তির জন্য আরও কিছু প্রয়োজন। এবার আর প্রাণ বলি নয়; বলি দিতে হবে নিজের ভেতরের পাশবিকতা, অসৎ আচরণ ও পাপাচার 

Popular posts from this blog

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

সীমার মাঝে অসীমের প্রকাশ — সৃষ্টিতত্ত্বের মূলভাব

অমাবস্যা ও পূর্ণিমা — চন্দ্রসূর্যের মিলন ও বিরহ তিথি

তেলের সামাজিক মাহাত্ম্য

ঈশ্বর, প্রকৃতি ও রবীন্দ্রনাথ

রাসলীলা মাহাত্ম্য

আঁধারের রূপ ও বিপন্নতা

আধ্যাত্মিকতা — পাশ্চাত্য ভাবধারার আলোকে

হৃদয়-দর্পনে দেখা

সূর্য উপাসনা