নমস্কার: একটি অভিবাদন ও তার গভীর তাৎপর্য

নমস্কার’ একটি অভিবাদনসূচক শব্দ, যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পরস্পরকে সম্ভাষণ জানাতে ব্যবহার করে। যদিও আধুনিক ‘হাই’ বা ‘হ্যালো’র মতো এটিও এক ধরনের অভিবাদন, তবুও ‘নমস্কার’ বা ‘নমস্তে’ বলার মধ্যে এক বিশেষ তাৎপর্য নিহিত রয়েছে

নমস্কার’ ও ‘নমস্তে’ শব্দ দুটি এসেছে সংস্কৃত ‘নমস্’ ধাতু থেকে। ‘নমস্’ অর্থ শ্রদ্ধা বা বন্দনা। ‘নমস্’ + ‘কৃ’ (করা) = ‘নমস্কার’, যার অর্থ নমস্ করা বা শ্রদ্ধা জ্ঞাপন করা। আবার, ‘নমস্’ + ‘তে’ (তোমাকে) = ‘নমস্তে’, যার অর্থ ‘তোমাকে নমস্’ বা ‘তোমাকে শ্রদ্ধা জানাই’

জার্মান থেকে প্রকাশিত একটি সংস্কৃত-ইংরেজি অভিধানে ‘नमस् (নমস্) শব্দটির অর্থ দেওয়া হয়েছে ‘adoration’, যার বাংলা অর্থ উপাসনা, শ্রদ্ধা, বন্দনা, আরাধনা ইত্যাদি

এদিকে, প্রাচীন পারস্যে ‘নামাজ’ নামে একটি শব্দ ছিল, যার অর্থও উপাসনা। তখনকার সময়ে অগ্নি উপাসনার আচার-অনুষ্ঠানকে ‘নামাজ’ বলা হত। ভাষাতত্ত্ববিদদের মতে, সংস্কৃত ‘নমস্’ ও ফারসি ‘নামাজ’ শব্দ দুটি সমার্থক এবং একই ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উল্লেখ্য, সংস্কৃত ও ফারসি উভয়ই প্রত্ন-ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অংশ, তাই এই দুই ভাষায় বহু মৌলিক শব্দের মিল পাওয়া যায়

anjali mudra
অঞ্জলি মুদ্রা

এ থেকে বোঝা যায়, ‘নমস্কার’ ও ‘নমস্তে’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ শ্রদ্ধা, বন্দনা ও উপাসনার সঙ্গে সম্পর্কিত। বৈদিক যুগে ভারতীয় দর্শনে বিশ্বাস করা হত যে, প্রতিটি মানুষের অন্তরে এক ঐশী সত্তা বিরাজমান। তাই, যখন কেউ ‘নমস্কার’ বা ‘নমস্তে’ বলত, তখন তারা পরস্পরের মধ্যে থাকা সেই ঐশী সত্তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করত

এই কারণে, ‘নমস্কার’ বলা কেবলমাত্র এক সামাজিক অভিবাদন নয়, এটি এক গভীর আধ্যাত্মিক প্রতীকও। এতে প্রকাশ পায় যে, তুমি ও আমি একই ঐশী সত্তার অংশ — এক ও অভিন্ন। অঞ্জলি মুদ্রায় (দুই হাত জোড় করে বুকের কাছে আনা) ‘নমস্কার’ উচ্চারণের মাধ্যমে একজন ব্যক্তি অপরজনের অন্তরস্থ সেই ঐশী সত্তাকে শ্রদ্ধা জানায় এবং তার বন্দনা করে 

অসীম দে
গুয়েল্ফ, অন্টারিও, কানাডা 

Popular posts from this blog

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

সীমার মাঝে অসীমের প্রকাশ — সৃষ্টিতত্ত্বের মূলভাব

অমাবস্যা ও পূর্ণিমা — চন্দ্রসূর্যের মিলন ও বিরহ তিথি

তেলের সামাজিক মাহাত্ম্য

ঈশ্বর, প্রকৃতি ও রবীন্দ্রনাথ

রাসলীলা মাহাত্ম্য

আঁধারের রূপ ও বিপন্নতা

আধ্যাত্মিকতা — পাশ্চাত্য ভাবধারার আলোকে

সূর্য উপাসনা

হৃদয়-দর্পনে দেখা