সমাপতন: রহস্যময় যোগসূত্র নাকি নিছক কাকতালীয়?

প্রতিদিন আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটে। কিছু ঘটনা কার্যকারণ সূত্রে বাঁধা — একটি ঘটনার ফলস্বরূপ আরেকটি ঘটে। যেমন, বাতাসে নির্দিষ্ট পরিমাণ তাপ সঞ্চিত হলে সমুদ্রপৃষ্ঠের জল বাষ্পে পরিণত হয়। তবে কিছু ঘটনা এমনও ঘটে, যেগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক নেই, বরং তারা নিছক একসঙ্গে সংঘটিত হয়। এ ধরনের ঘটনাকে বলা হয় সমাপতন বা কাকতালীয় ঘটনা

আমাদের জীবনে প্রায়শই ঘটে যায় বিস্ময়কর কাকতালীয় ঘটনা। হয়তো কোনও ব্যক্তির কথা গভীরভাবে ভাবছেন, ঠিক তখনই পার্কে বা শপিং মলে তার সঙ্গে দেখা হয়ে গেল! এটি কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও ব্যাখ্যা? আবার ধরুন, হঠাৎ হাত থেকে পড়ে গেল কাচের গ্লাস, আর ঠিক সেই মুহূর্তে দূরে থাকা সন্তান বিপদে পড়ল। দুটি ঘটনা কি নিছকই সমাপতন, নাকি এর মধ্যে রয়েছে এক অদৃশ্য যোগসূত্র?

জুং-এর ‘সিনক্রোনিসিটি’ তত্ত্ব

সুইস মনোবিদ ও মনঃসমীক্ষক কার্ল গুস্তাভ জুং (১৮৭৫–১৯৬১) মনে করতেন, আমাদের জীবনে এমন অনেক সমাপতন ঘটে, যার ব্যাখ্যা আমরা করতে পারি না। তবে এগুলো শুধুই আকস্মিক নয়, বরং এক ধরনের গভীর অর্থবহ সংযোগ রয়েছে। এ ধারণাকে তিনি সিনক্রোনিসিটি’ বা অর্থবহ সমাপতন’ নামে অভিহিত করেন

জুং-এর মতে, কিছু ঘটনা শুধুই সম্ভাবনার নিয়মে ঘটে না; বরং এগুলোর মধ্যে এক রহস্যময় সম্পর্ক বিদ্যমান। তিনি বিশ্বাস করতেন, মহাবিশ্বে প্রতিটি সত্তা ও ঘটনা একে অপরের সঙ্গে সংযুক্ত। এখান থেকেই আসে কালেকটিভ আনকনশাস’ বা যৌথ নির্জ্ঞান’ ধারণা — যেখানে আমাদের অবচেতন মন এক অদৃশ্য সূত্রে বিশ্বজগতের নানা ঘটনার সঙ্গে যুক্ত

সমাপতনের গভীরতা: নিছক কাকতালীয় নাকি নিয়তির ইঙ্গিত?

সমাপতনিক ঘটনা দুই প্রকার হতে পারে —

১. অর্থহীন সমাপতন: যা নিছক আকস্মিকভাবে ঘটে, এর পেছনে কোনও অন্তর্নিহিত তাৎপর্য থাকে না।
. অর্থবহ সমাপতন: যেখানে ঘটনাগুলোর মধ্যে এক ধরনের রহস্যময় যোগসূত্র থাকে, যা হয়তো কোনও লুকোনো বার্তা বহন করে

অনেকেই মনে করেন, কিছু কিছু সমাপতন নিছক আকস্মিক নয়, বরং এর পেছনে থাকে এক অদৃশ্য পরিকল্পনা। হয়তো আমাদের জীবনের কোনও বিশেষ মুহূর্তে এই ঘটনাগুলো ঘটে, যেন আমরা সঠিক পথে পরিচালিত হতে পারি। অনেকের বিশ্বাস, ঈশ্বর এই অর্থবহ সমাপতনের মাধ্যমে আমাদের প্রতি ইঙ্গিত পাঠান। তবে এই বার্তাগুলো বুঝতে হলে আমাদের মনকে খোলা রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে তা উপলব্ধি করার জন্য

অতএব, সমাপতন কি শুধুই আকস্মিকতা, নাকি এর মধ্যে লুকিয়ে থাকে গভীর কোনও তাৎপর্য — এ প্রশ্নের উত্তর আমাদের উপলব্ধির উপরই নির্ভর করে। আপনি কি কখনও এমন কোনও অর্থবহ সমাপতনের সম্মুখীন হয়েছেন? 


✍অসীম দে
গুয়েল্ফ, অন্টারিও, কানাডা

Popular posts from this blog

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

সীমার মাঝে অসীমের প্রকাশ — সৃষ্টিতত্ত্বের মূলভাব

অমাবস্যা ও পূর্ণিমা — চন্দ্রসূর্যের মিলন ও বিরহ তিথি

তেলের সামাজিক মাহাত্ম্য

ঈশ্বর, প্রকৃতি ও রবীন্দ্রনাথ

রাসলীলা মাহাত্ম্য

আঁধারের রূপ ও বিপন্নতা

আধ্যাত্মিকতা — পাশ্চাত্য ভাবধারার আলোকে

হৃদয়-দর্পনে দেখা

সূর্য উপাসনা