সিনক্রোনিসিটি — অর্থবহ সমাপতন

প্রতিদিন কত ঘটনাই না ঘটে এই জগতে কিছু ঘটনা আছে যেগুলো কার্যকারণ সম্পর্কে বাঁধা, অর্থাৎ একটি ঘটনা আরেকটি ঘটনার কারণ যেমন, বাতাসে নির্দিষ্ট পরিমান তাপ সঞ্চিত হলে সমুদ্রপৃষ্ঠের জল বাস্পে পরিনত হয় আবার কিছু ঘটনা আছে যেগুলো পরস্পরের সঙ্গে কার্যকারণ নিয়মে সম্পর্কিত নয়, অকস্মাৎ একই সময়ে ঘটে মাত্র এগুলোকে বলা হয় সমাপতনিক বা কাকতালীয় ঘটনা কাকতালীয় ঘটনা কার্যকারণ নিয়ম কিংবা সম্ভাবনা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না

বিস্ময়কর কাকতালীয় ঘটনা প্রায়শই ঘটে আমাদের জীবনে আপনি হয়তো কারও কথা খুব ভাবছেন, হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল পার্কে কিংবা শপিং মলে এ কি শুধুই কোইনসিডেন্স বা সমাপতন? হাত থেকে পড়ে কাচের গ্লাস ভেঙে গেলে, মায়ের মন শংকিত হয় সন্তানের কোনও অমঙ্গল হল না তো অনেক সময় মায়ের আশংকা সত্য হয় গ্লাস ভেঙে যাওয়াএবং সন্তানের অমঙ্গল হওয়া’ — ঘটনা দুটি সমাপতনিক, অকস্মাৎ একই সময়ে সংঘটিত হয় মাত্র, একটি অন্যটির কারণ নয় কিন্তু কী এক গোপন বার্তা যেন বলে যায় আভাসে

সুইস মনশ্চিকিৎসক ও মনঃসমীক্ষক কার্ল গুস্তাভ জুং (১৮৭৫-১৯৬১) মনে করতেন, আমাদের জীবনে অহরহ ঘটে এমন অনেক সমাপতনিক ঘটনা যার কারণ আমরা কখনই জানতে পারি না ঘটনাগুলো শুধু যে একই সময়ে ঘটে তাই নয়, কী যেন এক রহস্যময় ইঙ্গিত লুকোনো থাকে এর মধ্যে বিভিন্ন ঘটনার মধ্যে এ ধরণের সম্পর্ককে তিনি আখ্যায়িত করেছেন সিনক্রোনিসিটিবলে তাঁর ভাষায় — ‘সিনক্রোনিসিটিমানে একাধিক ঘটনার অর্থপূর্ণ সমাপতন যেখানে সম্ভাব্যতা নয়, অন্য কিছু জড়িত  

কার্ল জুং দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, মহাবিশ্বে সবকিছু ঘনিষ্ঠভাবে সংযুক্ত এই বিশ্বাস থেকেই তাঁর মনে হয়েছে, মনুষ্যজাতির মধ্যে নিশ্চয়ই একধরণের কালেকটিভ আনকনশাসবা যৌথ নির্জ্ঞানবিদ্যমান এবং সারা বিশ্বে একই সময়ে সংঘটিত ঘটনাবলী নিশ্চয়ই কোনও অজ্ঞাত উপায়ে সংযুক্ত

সমাপতনিক ঘটনা হতে পারে অর্থহীন কিংবা অর্থবহ অর্থহীন সমাপতনিক ঘটনা এমনি ঘটে কিন্তু অর্থবহ সমাপতনিক ঘটনার পিছনে থাকে অদৃশ্য নিয়ন্তার হাত তাঁর নিখুত পরিকল্পনায় আমাদের জীবনের সঙ্গে জড়িত একাধিক ঘটনা অনিবার্যভাবে অকস্মাৎ একই সময়ে সংঘটিত হয় অনেক সময় মনে হয়, গড কনস্পায়ারস টু মেইক অ্যা কোইনসিডেন্স হ্যাপেন আমাদের কিছুই করার থাকে না তবে এ ধরণের সমাপতনিক ঘটনার মধ্যে থাকে অদৃশ্য যোগসূত্র, থাকে লুকোনো বার্তা

সিনক্রোনিসিটিবা অর্থবহ সমাপতনিক ঘটনা এমন এক ধরণের বাস্তবতা যা শুধু তারাই উপলব্ধি করতে সক্ষম যারা এটা বিশ্বাস করে এই বাস্তবতায়, ঈশ্বর অর্থবহ সমাপতনের মাধ্যমে বেনামে আমাদের কাছে বার্তা পাঠায় এবং আমাদেরকে নিয়তির পথে পরিচালিত করে সেই বার্তা গ্রহণ করার জন্য খোলা মনে প্রস্তুত থাকতে হবে। 


✍অসীম দে
গুয়েল্ফ, অন্টারিও, কানাডা

Popular posts from this blog

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

সীমার মাঝে অসীমের প্রকাশ — সৃষ্টিতত্ত্বের মূলভাব

অমাবস্যা ও পূর্ণিমা — চন্দ্রসূর্যের মিলন ও বিরহ তিথি

তেল মাহাত্ম্য

ঈশ্বর, প্রকৃতি ও রবীন্দ্রনাথ

রাসলীলা মাহাত্ম্য

আঁধারের রূপ ও বিপন্ন অন্ধকার

আধ্যাত্মিকতা — পাশ্চাত্য ভাবধারার আলোকে

সূর্য উপাসনা

হৃদয়-দর্পনে দেখা